পীরগঞ্জে প্রতিপক্ষের অতর্কিত সন্ত্রাসী হামলায় নারীসহ আহত-৬ 153 0
পীরগঞ্জে প্রতিপক্ষের অতর্কিত সন্ত্রাসী হামলায় নারীসহ আহত-৬
পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ী ইউনিয়নের পাকুরিয়া গ্রামে বাড়ীর সীমানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত সন্ত্রাসী হামলায় নারীসহ একই পরিবারের ৭ জন গুরুতর আহত। গত ৮ এপ্রিল বেলা ২টায় এ হামলার ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, উক্ত গ্রামের মৃত মকবুল হোসেন ড্রাইভার এর ছেলে শাহানুর আলম বাবু উক্ত সয়ম নিজ বাড়ীর সীমানায় বেড়ার কাজ করছিল। এ সময় সীমানা নিয়ে পুর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের এহসান মিয়ার ছেলে আনারুল মিয়া (৪০), মফামিয়ার ছেলে মুন্জুর মিয়া (২৭), তোফামিয়ার ছেলে আশিকুল (২৫), ছবির উদ্দিনের ছেলে রোস্তম আলী (৪৫), নুর ইসলামের ছেলে শফিমিয়া (২৫) সহ প্রায় ১৫ থেকে ১৬ জন ব্যাক্তি বাবুকে প্রানে শেষ করার উদ্দেশে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। এ সময় বাবুর আত্মচিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তাদের উপরেও হামলা চালানো হয়। হামলায় শাহানুর আলম বাবু (৪৩), সুমি আক্তার (৩০), লাজুকমিয়া (২৬), জেন্নাতুননেছা (৫০), সাহাজাদী বেগম (৪৫) ও ফারহানা বেগম (৩৫) গুরুতর আহত সহ ঘটনা ¯’লে ৩ জন সংজ্ঞা হারিয়ে ফেলে। পরে গ্রামবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার পুর্বক চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। এদের মধ্য সুমি বেগম ও লাজুক মিয়ার অব¯’া আশংকা জনক। এব্যাপারে পীরগঞ্জ থানার ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি আপাতত একটি অভিযোগ দায়ের হয়েছে।